‘গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান’
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ইরান গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে বলে অভিযোগ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।
তার এ অভিযোগকে প্রতিষ্ঠা করার জন্য একটি মানচিত্র ও একটি ভবনের ছবি ব্যবহার করেছে নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, ‘গত মে মাসে আমরা ইরানের গোপন পরমাণু স্থাপনার আর্কাইভ প্রকাশ করেছিলাম। আজকে আমি ইরানের পরমাণু অস্ত্র তৈরির দ্বিতীয় স্থাপনার তথ্য প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত বাদ দেয়নি ইরান। এছাড়া, পরমাণু সমঝোতার প্রতি জোর সমর্থন দেওয়ায় নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন।
এর আগেও নেতানিয়াহু কয়েকবার এ ধরনের দাবি করেছেন। কিন্তু কোনটাই প্রমাণিত হয়নি। কেননা পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে থাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
তবে তার এ অভিযোগকে নতুন নাটক মঞ্চস্থ করার সাথে তুলনা করেছে ইরান।
নেতানিয়াহু এমন এক সময় এ অভিযোগ করল যখন বিশ্ব সম্প্রদায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ইরানকে প্রশংসা করছে।
সূত্র: পার্সটুডে।
এমএইচ/এসএইচ/