ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

বাংলাদেশ দল দারুণ খেলেছে: রোহিত

প্রকাশিত : ০৭:৫৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:১২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

মাত্র ২২২ রান নিয়েই ভারতের সঙ্গে ফাইট করল টিম বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় কাতর টাইগাররা। তবুও বাহ্বা তাদের প্রাপ্য। তাই লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসার বৃষ্টিতে ভেজালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

শুক্রবার রাতে পুরস্কার বিতরণী মঞ্চে ভারত অধিনায়ক বলেন, শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। সূচনালগ্নে আমাদের চাপে রেখেছিল তারা। তবে আমরা ভালো করে জানতাম, বল পুরনো হলে ফিরে আসতে পারব। তাই শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষেই এসেছে।

রোহিত বলেন, বাংলাদেশ বেশ ভালো দল। তাদের কৃতিত্ব দিতেই হবে। এছাড়া মাশরাফি সবসময়ই সতেজ। সর্বোপরি, বাংলাদেশ দল দারুণ খেলেছে।

তারকা ক্রিকেটার আরও বলেন, গোটা টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আর তাই সেই পুরস্কারই পেলাম।

একে//