আমরা শেষ বল পর্যন্ত লড়েছি: মাশরাফি
প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
(ফাইল ফটো)
এশিয়া কাপে টাইগারদের অনেকেই ছিলেন ইনজুরি আক্রান্ত। আর সেই দল নিয়েই ফাইনাল খেলল লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য ভারতের কাছে ৩ উইকেটে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। তারপরও যা খেললেন সেটাই বা কম কম কী! এর মূলমন্ত্র কী? জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বললেন, আমরা হৃদয় দিয়ে খেলেছি। শেষ বল পর্যন্ত লড়েছি।
শুক্রবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে ভারতের কাছে হেরে গেল টিম বাংলাদেশ। এর ফলে সাধের বড় কোনও টুর্নামেন্টের শিরোপাটা অধরাই রয়ে গেলে টাইগারদের। তবে যে ভঙ্গুর দল নিয়ে ফাইনাল খেলেছে বাংলাদেশ, সেটাই বা কম কিসের?
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, আমরা হৃদয় দিয়ে খেলেছি। শেষ বল পর্যন্ত লড়েছি। আর এটাই চেয়েছিলাম আমরা।
টাইগারদের অধিনায়ক বলেন, শেষ পর্যন্ত বলতে হবে ব্যাটিং ও বোলিং- দুটোতেই আমরা ভুল করেছি। গেল কয়েক বছরে আগে ব্যাট করে আমরা ২৪০ প্লাস করলেই ম্যাচ জিতেছি। আজও সেটা ব্যাটসম্যানদের কাছে চেয়েছিলাম। শেষ পর্যন্ত বোলাররা সত্যিই দারুণ করেছে।
মাশরাফি বলেন, ভারত যেভাবে রান তুলছিল তাতে ৪৯তম ওভারটা মোস্তাফিজকে দিয়ে করানোটা গুরুত্বপূর্ণ ছিল। তাই রান আটকাতে তাকে দিয়ে তখন বোলিং করানোটা সময়ের দাবি ছিল। আর ওই সময় পার্টটাইমার কারও হাতে বল তুলে দেওয়াটা হিতে বিপরীত হতো বলে মনে করেন নাড়াইল এক্সপ্রেস।
একে//