ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার পরবর্তী স্বাক্ষ্য গ্রহণ ২৯ আগষ্ট

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২৩ আসামীকে আদালতে হাজিরের পর তদন্ত কর্মকর্তাসহ দুইজনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী স্বাক্ষ্য গ্রহণ ২৯ আগষ্ট। দুইজনের স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন তাদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান, সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল এবং তৎকালীন র‌্যাব-১১তে কর্মরত কনস্টেবল মনিরুজ্জামানের স্বাক্ষ্যগ্রহণ হয়েছে আজ। এই মামলায় মোট ১২৭ জন স্বাক্ষীর মধ্যে ১০৭ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।