ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন: বিএনপিকে কাদের

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি নিয়ে হায়-হুতাশ না করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, গতকাল টক শোতে দেখলাম তারা বলছে, পুলিশের কেন অনুমতি নিতে হবে। শোনেন, পুলিশের অনুমতি একটা নিয়ম, সরকারি দলকেও অনুমতি নিতে হয়।

বিএনপিকে ধৈর‌্য ধরার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, চিৎকার-চেঁচামেচি করবেন না, ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন। অহেতুক এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পুলিশ প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে গত কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এ নিয়ে তিন দফা সময় পরিবর্তন করে শেষ পর্যন্ত রোববার সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

/ এআর /