ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় একটি শহরে সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ হয়েছে। এছাড়া ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও বিপণিবিতান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪০ জন এবং নিখোঁজ রয়েছেন ২৯ জন। দেশটির কর্তৃপক্ষ এ সব তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের কারণে সুনামিও সৃষ্টি হয়েছে। ১৮ ফুট উঁচু ঢেউ সুলাওয়াসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ শনিবার সমুদ্র তট থেকে অনেকগুলো মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিন সকালেও পরাঘাতে সুলাওয়াসি দ্বীপ একাধিকবার কেঁপে উঠেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি’র মুখপাত্র বলেন, ভূমিকম্পের পর যখন সুনামি সতর্কতা জারি করা হয় তখনও লোকজন সৈকতে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। ফলে প্রকাণ্ড ঢেউ যখন উপকূলে আছড়ে পড়ে তখন তারা আর দৌড়ে নিজেদের রক্ষা করতে পারেননি।

জানা যায়, পর্যটকদের কাছে জনপ্রিয় সুলাওয়াসি দ্বীপের পালু শহরের সৈকতে শত শত মানুষ শহরের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘বিচ ফেস্টিভ্যালের’ প্রস্তুতি নিচ্ছিলেস। শুক্রবার রাতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে কয়েকটি ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে ৫ আগস্ট। ওই সময় ভূমিকম্পে ৪৬০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। এছাড় ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরের উপকূলজুড়ে প্রায় দুই লাখ ২৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। নিহতদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার ইন্দোনেশীয় ছিল।

সূত্র: রয়টার্স

একে//