ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও একই দৃষ্টিভঙ্গির মানুষ: ঢাবি উপাচার্য

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিকোড বই পড়ার মোবাইল অ্যাপস উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই দৃষ্টিভঙ্গির মানুষ। তিনি দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। তাই ২০৩০ সালের এসডিজির লক্ষ্য অর্জন, ২০৪১ সালে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে হলে সবার মতো করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলা সম্মেলন কক্ষে ইনোভেশন গ্যারেজ লিমিটেড এবং ভিজুয়ালি ইমপোর্ট এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই অ্যাপস উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, যে কোনও বইকে ইউনিকোডে রুপান্তরিত করতে হবে যাতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভাল করতে পারে। ঢাবিতে অনেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পড়ালেখা করছে ও চাকরি করছে। তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই ইউনিকোড  দ্রুত সম্প্রসারণ করতে হবে। আমরা ঢাবির দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহত উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিজুয়ালি ইমপোর্ট এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পড়ালেখা করছে।

একে//