ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাজশাহীতে মাদকের রুট কাশিয়াডাঙ্গা (ভিডিও)

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

রাজশাহীতে মাদকের রুট হিসেবে পরিচতি নগরীর পশ্চিমাঞ্চলের কাশিয়াডাঙ্গা। ভারত থেকে এই পথ দিয়েই মাদকদ্রব্য ঢুকে রাজশাহীতে। তবে, রুট এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর পুলিশ বলছে, মাদকদ্রব্য নির্মূলে চিরুণী অভিযান চালানো হচ্ছে।

রাজশাহী নগরীর পশ্চিমাঞ্চলের তিন থানা নিয়ে মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা জোন। এখানকার নবগঙ্গা, হরিপুর, মাজাড়দিয়া এলাকা দিয়েই ভারত থেকে সবচেয়ে বেশি মাদকদ্রব্য ঢুকে।

এ’সব এলাকায় অনেকটা প্রকাশ্যেই বিক্রি হয় মাদকদ্রব্য। পুলিশ অভিযান চালালেও, আগেভাগেই সেই তথ্য ফাঁস হয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর।

শুধু তাই নয়, পুলিশি অভিযানে বিড়ম্বনায় পড়ারও অভিযোগ করেছে সাধারণ মানুষ।

সাময়িক হয়রানির বিষয়টি স্বীকার করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানালেন, মাদকের রুট অঞ্চলগুলোতে ব্যবসা সমূলে উৎপাটনে কাজ করছে পুলিশ।

মাদক নির্মূলে নিয়মিত সভা সেমিনার করার কথাও জানিয়েছে প্রশাসন।

মাদকের ব্যাপারে কোন ধরণের শিথিলতার সুযোগ নেই বলেও জানিয়েছে প্রশাসন।