জিন্নাহর পর ইমরানই সত্যিকারের নেতা: বুশরা মানেকা
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন ফার্স্ট লেডি বুশরা মানেকা ইমরান। বলেছেন, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর পর ইমরান খানই পাকিস্তানের সত্যিকারের নেতা।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘হাম টিভি’ কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুশরা এসব কথা বলেন। ইমরান খানের সঙ্গে ঘর বাঁধার পর এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বুশরা।
ইমরানের নেতৃত্বের প্রশংসা করে বুশরা বলেন, তিনি বলেন, আল্লাহ যখন কোনো জাতির ভাগ্য বদলাতে চান, তখন তিনি সে জাতিকে রাজনীতিকের বদলে একজন নেতা উপহার দেন। কায়েদে আজম ছিলেন নেতা। খান সাহেব হলেন নেতা, আর এর বাইরে বর্তমানে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান কেবল আরেকজন নেতা’বলেন বুশরা।
অনেক দোয়ার পর পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের মতো নেতা উপহার পেয়েছে বলে জানান ফার্স্ট লেডি।
বুশরা বলেন, ইমরান খানের হাতে জাদুর কাঠি নেই, যে মুহূর্তেই তিনি দেশের অবস্থা বদলে ফেলবেন। দেশকে উন্নতির লক্ষ্যে এগিয়ে নিতে অন্তত কিছু সময় প্রয়োজন। কিন্তু পূর্বসুরীদের চেয়ে ইমরান অনেক কম সময় নেবেন।
সূত্র : ডন।
/ এআর /