ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে থাকবে মোবাইল কোর্ট

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে রোববার। সকাল ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরুর মাধ্যমে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় যেকোন ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দায়িত্বে থাকবে মোবাইল কোর্ট।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।

এ সময় তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সর্বদা তৎপর থাকবে শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। সেই সঙ্গে ১৫৬ জন পোশাক পরিহিত পুলিশ ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মীরা তৎপর থাকবেন।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের তৎপরতা বেড়ে চলছে। তাদের তৎপরতা রুখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসএইচ/