ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ম্যানইউর আরও একটি হার

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

গত ২৯ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পাড় করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই জন্যই হারের বৃত্ত থেকে বের হতে পারছে না হোসে মরিনহোর শিষ্যরা। আরও একটি পরাজয় বরণ করতে হলো দলটিকে। আজ লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহামর কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি।

সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে অবস্থান করছে। ১৯৮৯-৯০ সালের পর দলটির এই অবস্থা আর কোনোদিন আসেনি। গত ১৯টি হেড টু হেড ম্যাচের মধ্যে প্রথম জয় পায় ওয়েস্টহাম। এর আগে টানা অজেয় ছিল ম্যানচেস্টার ইউনাইডেট।

ম্যাচের মাত্র ৫ম মিনিটেই এগিয়ে যায় ওয়েস্টহাম। পাবলো জাবালেটার ক্রসে আলতো করে পা বাড়িয়ে দেন ফিলিপ এন্ডারসন। এতে এগিয়ে যায় ওয়েস্টহাম। এরপর খেলার প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে লিন্ডালফের গোলে স্কোর ডাবল করে ওয়েস্টহাম। তবে ৭১ মিনিটে ইউনাইটেড স্ট্রাইকার রাশফোর্ডের গোলে ব্যবধান কিছুটা কমালেও মাত্র ৩ মিনিট পরই আবারও ম্যান ইউর জালে বল পাঠিয়ে দলের গোল সংখ্যা ৩ করেন আরনাউটোবিক। এতেই জয় নিশ্চিত হয়ে যায় ওয়েস্টহামে।

এদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ম্যানইউ শিরোপার পয়েন্ট টেবিলের ১০ নাম্বারে চলে গেছেন। অন্যদিকে ওয়েস্টহাম উঠে এসেছে ১৩ নম্বরে। এদিকে ৭ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। এরপরেই রয়েছে মুহাম্মদ সালাহার লিভারপুল। ৬ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।

এমজে/