ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মেসি ছাড়াই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা 

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বিশ্ব ফুটবলে চির-প্রতিদ্বন্দ্বী দলের নাম কারও অজানা নয়। এই দুই দলের খেলা উপভোগ করতে ভক্ত- অনুরাগীরা সারা বছরই মুখিয়ে থাকেন। বিশ্ব ফুটবলের হট- ফেভরিট এই দুই দলের সমর্থকদের জন্য সুখবর রয়েছে। কারণ,আগামি অক্টোবর মাসে এই দুই দল দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার একটিতে তারা মুখোমুখি হবে চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। উত্তেজনাকর এই দ্বৈরথকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা দলের নাম। যেখানে নাম নেই লিওনেল মেসির।    

রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দলের বাইরে রয়েছে মেসি। খেলেননি এ মাসের শুরুর প্রীতি ম্যাচেও। অক্টোবর মাসে সৌদি আরবের মাটিতে ইরাক ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না তিনি। অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।

মেসিবিহীন আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার হুয়ান ফোয়েথ ও মিডফিল্ডার রোদ্রিগো দি পল। ২০ বছর বয়সী ফোয়েথ গতবছর যোগ দিয়েছেন টটেনহামে, যদিও এখন পর্যন্ত অভিষেক হয়নি ইংলিশ ক্লাবটিতে। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ওতামেন্দি ফিরেছেন দলে।

বিশ্বকাপে ব্যর্থতার পর এ মাসেই প্রথমবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ খেলেছে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচেও দুটির স্কোয়াডের বাইরে ছিলেন মেসি। আগামি মাসে আবার মাঠে নামবে আলবিসেলেস্তেরা। আগামি ১১ অক্টোবর ইরাকের মুখোমুখি হওয়ার পর দলটি খেলবে ব্রাজিলের বিপক্ষে। কিন্তু এখানেও খেলবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

যদিও স্কালোনি কয়েকদিন আগে জানিয়েছিলেন খবরটি, ‘ আমার সঙ্গে মেসির কথা হয়েছে। আমাদের এখনও মনে হয় এই মুহূর্তে ওর (দলে) না আসাটাই ভালো, তাই সে খেলবে না। যদিও আর্জেন্টাইন ফুটবল ভক্তরা আশায় ছিলেন মেসিকে দেখা যাবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। 

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: সের্হিয়ো রোমেরো, জেরোনিমো রুই, ফ্রাঙ্কো আরমানি, ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, রামিরো ফুনেস মোরি, জেরমান পিজিয়া, ওয়ালটার কানেমান, হুয়ান ফোয়েথ, নিকোলাস তাগিয়াফিকো, আলান ফ্রাঙ্কো, ফাব্রিসিও বুস্তস, রেনজো সারাভিয়া, মিডফিল্ডার: সান্তিয়াগো আস্কাসিবার, লিওনার্দো পারাদেস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রোদ্রিগো দি পল, রবের্তো পেরেইরা, এদুয়ার্দো সালভিও, ফ্রাঙ্কো সেরভি, রোদ্রিগো বাতালিয়া, মার্কো আকুনা, মাক্সিমিলিয়ানো মেজা, এসকিয়েল পালাসিয়োস, ফরোয়ার্ড: ক্রিস্তিয়ান পাভোন, গনসালো মার্তিনেস, পাউলো দিবালা, মাউরো ইকার্দি, লাউতারো মার্তিনেস, আনহেল কোরেয়া, জিওভানি সিমিওনে।

কেআই/এসি