ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নড়াইলে মাকে বাঁশবগানে ফেলে গোলো সন্তানেরা(ভিডিও)

প্রকাশিত : ১০:২৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

নড়াইলে ৮৬ বছরের বৃদ্ধা মায়ের সাথে অমানবিক আচরণ করলো তাঁর ছেলে ও পুত্রবধূ। মাকে বোঝা মনে করে বাঁশ বাগানে ফেলে রাখার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। অমানবিক সন্তানদের বিচার দাবি করেছে সচেতন মহল। বৃদ্ধার অভিযুক্ত ছেলে আর পুত্রবধূ পলাতক থাকলেও অন্য সন্তানদের আটক করেছে পুলিশ।

চারপাশে মানুষের হৈ চৈ, ৮৬ বছরের হুজলা বেগমের অসহায়, অপলক দৃষ্টি। প্রিয় সন্তান মাকে বোঝা মনে করে রাতের আঁধারে ফেলে রেখে গেছে বাঁশ বাগানে।

নড়াইলের লোহাগড়ার কুচিয়াবাড়ি গ্রামের এই বৃদ্ধা মা’র তিন ছেলে আর দুই মেয়ের কেউই দায়িত্ব নিতে চাইছিলেন না। গেলো বুধবার তাকে রাস্তা দিয়ে টেনে হিচড়ে বাঁশবাগানে ফেলে রেখে আসে মেঝো ছেলে বাবু শেখ ও তার স্ত্রী। খোলা আকাশের নিচে পোকা মাকড়েরর সাথে বাঁশ বাগানেই রাত কাটাতে হয় বৃদ্ধা মাকে।

ঘটনা জানাজানি হলে, তাকে ঘরে তুলে নেন নাতবৌ। অমানবিক এ ঘটনার বিচার দাবি করেছে বিভিন্ন পেশার মানুষ।

পরে স্বারাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ওই বৃদ্ধা মাকে ভর্তি করা হয় হাসপাতালে।

বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনায় হুজলা বেগমের দুুই ছেলে ও এক মেয়েকে আটক করা হয়েছে। তবে মেজ ছেলে বাবু শেখ ও তার স্ত্রী পলাতক রয়েছে।