পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিল আদায় সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
গত বুধবার পল্লী বিদ্যুতায়ন বোর্ড কার্যালয়ে এ চুক্তি সই হয়। ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক মো. হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রনাধীন এলাকায় ইসলামী ব্যাংকের সব শাখা ও এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মোহাম্মদ মাসুদ হাকিম খান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর উপ-পরিচালক প্রসেনজিৎ কুমার ঘোষ, সহকারি পরিচালক মো. আবু সাঈদ সিদ্দিকী ও মো. জিয়াউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
একে//