ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আমেরিকার সাঁতারু নাতালি কোগলিনের জন্মদিন আজ

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার

নাতালি কোগলিন আমেরিকার পেশাদার সাঁতারু। ১২ বারের অলিম্পিক পদক জয়ী সাঁতারু। ১০০মিটার বেকস্টোকে নাতালি প্রথম সাতারু হিসেবে  এক মিনিটের কম সময় নেন। ২০০৮ সালে আমেরিকার হয়ে প্রথম সাঁত্ধাসঢ়;রু হিরেসবে এক অলিম্পিকে ৬টি পদক জেতেন। পুরো নাম নাতালি কোগলিন হল। যুক্ধসঢ়;রাষ্ট্রের পেশাদার এ সাতারু ১৯৮২ সালের ২ শে আগস্ট আমেরিকার ক্যালির্ফোনিয়ার একটি গ্রামে জন্ম গ্রহণ করেন। মাত্র ১০ মাস বয়সে সাঁতারে প্রশিক্ষন শুরু করেন নাতালি। ১৯৯৮ সালে হাই স্কুলে পড়ার সময় প্রথম সাঁতারু হিসেবে জাতীয় সাঁতাওে ও ১৪টি ইভেন্টের মধ্যে সবকয়টিতেই খেলঅর যোগ্যতা অর্জন করেন নাতালি। এবং ১০০ ও ২০০ মিটাওে নতুন রেকর্ড গড়েন। ২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিকে ১০০মিটার বেকস্টোক ও ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতেন নাতালি। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার ব্যাকস্টোকে স্বর্ণ জেতেন ৫ফিট ৮ইঞ্চি লম্বা এ সাঁতারু। বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০১ সালে ১০০ ও ৮০০ মিটার সাঁতারে স্বর্ণ জেতেন নাতালি। এরপর ২০০৩, ২০০৫, ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে বিশ।ব চ্যাম্পিয়নশীপের ৮০০ মিটার সাঁতারের স্বর্ণও রাখের নিজের দখরে। মাঝে ২০০৭ ও ২০১০ সালে ১০০ মিটার ব্যাকস্টোকেও স্বর্ণ জেতেন তিনি। এছাড়া ২০১৪ সালে ২০০ মিটার মিক্সড ফ্রি সাঁতারের স্বর্ণও ঘরে তুলেন নাতালি। প্যানপ্যাসেফিক চ্যাম্পিয়নশীপে ২০০২ সালে ১০০ মিটার বাটার ফ্লাই, ব্যাকস্টোক ও ফ্রিস্টাইলে এবং ৮০০ মিটারে স্বর্ণ জেতেন নাতালি। ২০০৬ সালে ১০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন এ আমেরিকান তারকা। ২০১০ সালে ১০০ ও ৪০০ মিটার ফ্যিস্টাইলে এবং ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন নাতালি। ২০১৫ সালে টরেনটোতে ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন নাতালি। ক্যারিয়াওে এখ নপর্যন্ত ২৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক জিতেজেন নাতালি কোগলিন।