ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর শুনানি আগামীকালের কার্যতালিকায়

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০২ পিএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি শুনানির জন্য আগামীকালের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি হতে পারে। এদিকে মীর কাসেমের ছেলে নিখোঁজ ও সিনিয়র আইনজীবী অসুস্থ উল্লেখ করে আট সপ্তাহ সময় চেয়ে আবারো আবেদন করেছে কাসেম আলীর আইনজীবী তামিম। এর আগে ২৫ জুলাই তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে প্রস্তুতির জন্য দুই মাস সময় চান।  মৃত্যুদন্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশের পর তার রিভিউ চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদন্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত।