ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নির্বাচনে না এলে বিএনপি নামে কোনো দল থাকবে না: মুহিত

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

নির্বাচনে না এলে বিএনপি নামে কোনো দল এদেশে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে পারটিসিপেট না করে, ইট উইল নট বি এ পার্টি অ্যানি মোর। সো হোয়াই আর ইউ বদারড (এটা আর রাজনৈতিক দল বলে বিবেচিত হবে না। তাহলে কেন আপনারা তাদের নিয়ে কথা বলছেন?)।’

আজ সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

গতকাল সোহরাওয়ার্দীর সমাবেশে বিএনপির দেওয়া ৭ দফা দাবি প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, এসব দাবি, আমি দেখি নাই ঠিকমতো, ওই সাতটা দাবি ফোনে হেডলাইন দেখেছি। এগুলা কি ডিটেইলস, আই ডোন্ট নো।

সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমানে সংবিধানে যে পদ্ধতি রয়েছে, তার চেয়ে ভালো কিছু হতে পারে না বা হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এর আগে অর্থমন্ত্রী সিলেট জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনকল্যাণে যাতে প্রত্যেকে কর্মকর্তাই আন্তরিকভাবে কাজ করেন, সেই নির্দেশনা দেন।

/ এআর /