দোহারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার
ঢাকার দোহার উপজেলার ছয়জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা প্রাইমারী শিক্ষা প্রকল্পের অর্থায়নে সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসার হিন্দোল বারী প্রতিবন্ধী ছয়জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, তিনজনকে হিয়ারিং ডিভাইস ও তিনজন শিক্ষার্থীকে চশমা বিতরণ করেন।
উপজেলা শিক্ষা অফিসার হিন্দোল বারী বলেন, কোন শিক্ষার্থী অর্থের অভাবে অথবা শারীরিক প্রতিবন্ধকতায় বিদ্যালয়ে যেতে পারবে না এটা হতেই পারে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। যা আপনারা শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বুঝতে পারছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, দোহার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম মিয়া, সিনিয়র সহ-সভাপতি রেখা আক্তার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ চঞ্চল, সহ-সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, হুমায়ুন কবির প্রমুখ।
এসএইচ/