ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

১২ পয়েন্টে এগিয়ে গেছেন হিলারি ক্লিনটন

প্রকাশিত : ০৯:১৭ এএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৯:১৭ এএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এবার ১২ পয়েন্টে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন। সংবাদ মাধ্যম রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপের তথ্য বলছে, নভেম্বরের নির্বাচনে ৪৫ শতাংশ ভোটার হিলারিকে চান। অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে ৩৩ শতাংশ ভোট। আর বাকি ভোটারা হিলারি বা ট্রাম্প কাউকেই ভোট দিতে চান না। গেল ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এ জরিপ চালানো হয়। এদিকে ট্রাম্পের নির্বাচন প্রচারণা সংক্রান্ত ব্যবস্থাপক বলছেন, জরিপের তথ্য দিয়ে ট্রাম্পের জনপ্রিয়তার বিচার করা যাবে না। ভোটে তিনিই জয়ী হবেন।