ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার হুদার মামলা

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে জানা গেছে। মামলার এজাহারে এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর আলী বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হয়েছে বরে জানা গেছে।

ইতোমধ্যে আলোচনায় থাকা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে, এ মামলার বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদক।

এসএইচ/