বিষ্ঠা দিয়ে শিল্পকর্ম?
প্রকাশিত : ১১:১৩ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৪১ এএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
আচ্ছা শিল্প কি কি থেকে হতে পারে? আকাশ পাতাল ভেবে অনেক নাম মনে এলেও কখনও এটা আপনার মাথাতে আসবেই না যে বিষ্ঠা দিয়ে শিল্পকর্ম! তাও আবার হরিণের? সেটা দিয়েও শিল্প!
এই অসাধ্য সাধন করেছেন মেরি উইঞ্চেনবাচ। হরিণের বিষ্ঠা দিয়ে তিনি তৈরি করেছেন অসাধারণ সব শিল্পকর্ম।
প্রথমে স্থানীয় একটি মেলাতে মেরি তার এই বিষ্ঠা শিল্প নিয়ে স্টল দেওয়ার পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার এই শিল্পকর্ম। মুর্তি থেকে শুরু করে ঘড়ি, কানের দুল, সবই বানিয়েছেন হরিণের বিষ্ঠা দিয়ে।
তার ফেসবুক পেজ, ‘Tirdy Works’ হাজার হাজার মানুষ `লাইক` করেছেন। এই শিল্পকর্ম পছন্দও করেছেন অনেকে।
মেরি এনবিসি বলেন, সবাই বাথরুমে যান, সুতরাং সকলেই বিষয়টা বুঝতে পারবেন। এই শিল্পকর্মের আমি যা নাম দিয়েছি এই নামটা মানুষ রোজ বলেন বা শোনেন। আমি এই দুই শব্দের মেলবন্ধন ঘটিয়েই এমন কিছু বানাতে চেয়েছিলাম, যেটা অর্ধেক শালীন আবার অর্ধেক শুনে মজাও লাগবে।
সূত্র: এনডিটিভি
এমএইচ/এসি