ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পুঁজিবাজারের সব খবর

সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

প্রকাশিত : ১১:৪১ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১৭টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৬৯ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৫০ কোটি ৫২ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৩টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

স্টক ডিভিডেন্ড বণ্টন
অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমী ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

স্পট মার্কেটের খবর
মেঘনা সিমেন্ট, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।
শেয়ারের রেকর্ড ডেট
রেকর্ড ডেটের কারণে ২রা অক্টোবর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। পরের কার্যদিবসে আবারো লেনদেনে ফিরবে কোম্পানিটি।

স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ২ অক্টোবর। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।

এসএইচ/