ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ কেরানীগঞ্জবাসী [ভিডিও]
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ এএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০৪ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে কেরানীগঞ্জের ঘনবসতিপূর্ন বেশকিছু এলাকা।
উপজেলার শুভাঢ্যা, আগানগর ও জিনজিরায় ময়লা ফেলতে ডাম্পিং স্টেশন করা হলেও নেই কোনো শেড। খোলা জায়গায় ময়লা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা।
কেরানীগঞ্জের শুভাঢ্যা, আগানগর ও জিনজিরার প্রধান সড়ক আর আবাসিক এলাকার মধ্যেই গড়ে উঠেছে ময়লা ফেলার তিনটি ডাম্পিং।
ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাসা-বাড়ী থেকে ময়লা সংগ্রহ করে এখানেই ময়লা রাখা হয়। পরে তা ওয়েষ্ট টু পাওয়ার প্রকল্পের জন্য পাঠানো হয় ধলেশ্বরী নদী তীরে।
উপজেলা প্রশাসনের অনুমতিতে এসব স্থানে ময়লা-আবর্জনা সংরক্ষণ করা হলেও নেই কোনো শেড কিংবা সীমানা প্রাচীর। ফলে দুর্গন্ধে অতিষ্ট জনজীবন।
ডাম্পিংয়ের কারণে যানজটেও পড়তে হচ্ছে পথচারীদের। শুধু তাই নয়, ঢাকা-নবাবগঞ্জ যাতায়াতের একমাত্র সংযোগ সড়কের মনুবেপারীর ঢাল ও আগানগর ইউনিয়নের ময়লার ডাম্পিংয়ের আশপাশে আছে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, মাদ্রাসা ও অফিস। তাই পথচারীদের পাশাপাশি দুর্ভোগে আছেন স্থানীয়রাও।
এদিকে শেড তৈরি জন্যে সরকারি কোনো বরাদ্দ নেই বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তবে সারাদিনের আবর্জনা এক রাতের মধ্যে সরিয়ে ফেলার কথাও জানিয়েছেন তিনি।
দ্রুততম সময়ের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা ও সমস্যা সমাস্যার সমাধান চাইছেন কেরানীগঞ্জবাসী।
ভিডিও:https://youtu.be/ZZU94Nwdrzg