ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হারানো স্মার্টফোন খুঁজে দেবে গুগল ম্যাপ

প্রকাশিত : ০১:২২ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

প্রিয় স্মার্টফোনটি হারিয়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হারানো ফোনটি ফিরে পাওয়া সম্ভাব! আর এ ক্ষেত্রে সহায়ক হতে পারে গুগল ম্যাপ।

অ্যান্ড্রয়েডে চালু হয়েছে ‘ফাইন্ড ইউর ফোন’ অপশন। যদি হারিয়ে যাওয়া ফোনটিতে গুগল ম্যাপ সার্ভিস চালু করা থাকে তাহলে এই অপশনের মাধ্যমে ফোনটি কোথায় আছে তা ট্র্যাক করে যাবে। অপশনটি চালু অবস্থায় ফোনটি হারিয়ে গেলে অন্য ফোনের মাধ্যমে ডিভাইসটি খুঁজে পেতে সহায়তা নেওয়া যাবে।

এ জন্য লাগবে, অন্য একটি স্মার্টফোন অথবা কম্পিউটার। সেইসঙ্গে ইন্টারনেট সংযোগ। আর লাগবে হারিয়ে যাওয়া ফোনটিতে যে মেইল দিয়ে লগ ইন করেছিলেন তার আইডি ও পাসওয়ার্ড।

প্রসঙ্গত, গুগল ম্যাপের ফিচারটি সঠিকভাবে কাজ করার অন্যতম শর্ত ডিভাইসটি চালু থাকতে হবে এবং লোকেশন সার্ভিস অন থাকতে হবে।

একে//