বারবার ভাঙ্গছে রাজশাহী শহর রক্ষা বাঁধ [ভিডিও]
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৩৬ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
এবছরও পদ্মার ভাঙনে হুমকির মুখে রাজশাহী শহররক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানেই বারবার দেখা দিচ্ছে ভাঙ্গন।
এদিকে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হাসান আল মবীনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট; জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।
রাজশাহী শহর রক্ষা বাঁধের টি-গ্রোয়েন, কেশবপুর ও পুলিশ লাইন এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ভাঙ্গনের কারণ চিহ্নিত করে তা মোকাকেলায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন, দ্রুত গতিতে পানি নেমে যাওয়ার ফলেই এমন ভাঙন।
প্রতিবছর নির্দিষ্ট জায়গায় কেন ভাঙন? এমন প্রশ্নের জবাবে রাজশাহী পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক ভূঞা জানান,
এসব স্পট আগে থেকেই দূর্বল। এছাড়া পুলিশ লাইনের একটি পুকুরের কারণে ওই অংশে বারবার ভাঙনের ঘটনা ঘটছে।
তবে পুকুরের কারনেই পুলিশ লাইন সংলগ্ন বাঁধে ভাঙ্গন কিনা, তা আরো পরীক্ষা-নিরিক্ষার কথা বললেন পুলিশ কর্মকর্তারা।
এদিকে ভাঙন ঠেকাতে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
এছাড়া সোনাইকান্দি বেড়পাড়া থেকে চারঘাট-বাঘা পর্যন্ত ১৭ কিলোমিটার বাঁধের টেকসই সংস্কারের দাবি রাজশাহীবাসীর।
ভিডিও:https://youtu.be/FZoC9c6jiqw