‘মোদির এক ভাই মুদি, আরেক ভাই অটো চালায়’
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
প্রাচীন ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল কিংবা মহাভারতের আমলেও ছিল কৃত্রিম উপগ্রহের উপস্থিতি- এই ধরনের মন্তব্য করে এর আগেই খবরের শিরোনামে এসেছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সোশ্যাল মিডিয়াতে ‘শিকার’ হয়েছেন ট্রোলের। এবার সেই মুকুটেই যোগ হল আরেকটি পালক। তিনি এক জনসভায় বলে বসলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভাই অটো চালায় এবং আরেক ভাইয়ের মুদির দোকান রয়েছে।
সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে তিনি পরিষ্কার বাংলাতে বলেন, ‘ওর এক ভাইয়ের মুদির দোকান রয়েছে আর অন্য ভাই অটো চালায়। তাদের মা থাকে দশ ফুট বাই বারো ফুটের একটা ঘরে। আমাকে বলুন, বিশ্বের আর কোনও দেশে এমন প্রধানমন্ত্রী আছেন’!
‘মোদিজির মা বৃদ্ধ। কিন্তু তিনি তার প্রধানমন্ত্রী সন্তানের সঙ্গে থাকেন না। এর আগেও নরেন্দ্র মোদি তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার ভাই আছে, বোন আছে। তার ভাই এখনও অটো চালায়…’ বলেন ত্রিপুরার আটচল্লিশ বছর বয়সী মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত আগস্টেই বিপ্লব দেব বলেছিলেন, তিনি রাজ্যের গ্রামে গ্রামে গিয়ে জলাশয়ে হাঁস ছাড়তে চান। তার কারণ, ‘পানির অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে হাঁস, যার ফলে গ্রামীণ অর্থনীতিও লাভবান হবে প্রকারান্তরে’।
সূত্র: এনডিটিভি
একে//