ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মীর কাসেম আলীর আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০১:২৮ পিএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে মীর কাসেমের আইনজীবীর সময়ের আবেদন নাকচ করে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রিভিউ শুনানি শুরু করেন। আসামীপক্ষ সময় ক্ষেপনের জন্যই বার বার অযৌক্তিক কারন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যটর্নি জেনারেল। আদালতের কার্যক্রম শুরুর পরপরই মীর কাসেমের ছেলেকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে এবং তার কাছে মামলার নথিপত্র রয়েছে উল্লেখ করে ৮ সপ্তাহ সময় আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা। আদালত ওই আবেদন নামাঞ্জুর করে শুনানির নির্দেশ দেন। আসামীপক্ষের সময় চাওয়া নিয়ে বেশ কিছু মন্তব্য করেন আদালত। তবে, আসামী পক্ষের আশা রোববার শুনানীর আগে মীর কাসেমের ছেলের খোঁজ পাওয়া যাবে। এর আগে ২৫ জুলাই ২ মাসের সময় আবেদন করলে আদালত ১ মাসের সময় আবেদন মঞ্জুর করে দিন নির্ধারন করেছিলেন।