পুলিশে সুপারনিউমারারি পদ
প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে
প্রকাশিত : ০৯:০৫ এএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০২:০০ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
পুলিশে তিন শতাধিক সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টির তোড়জোড় শুরু হয়েছে। পুলিশ সুপার থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত এসব পদ সৃষ্টি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার জননিরাপত্তা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাব পেলে পর্যালোচনা করে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে পাঠাবে। পরে এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। পদ সৃষ্টির পর এসব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে। এতে প্রশাসন ক্যাডারের মতো পুলিশেও পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা দ্বিগুণ হবে বলে মনে করছেন অনেকে।
গত ৪ জুলাই পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সুপার থেকে অতিরিক্ত আইজি পদে ৪৯৫ জন পুলিশ কর্মকর্তাকে সুপারনিউমারারি পদোন্নতির প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে একটি কমিটিও গঠন করা হয়। পুলিশ কর্মকর্তারা ৪৯৫টি পদ দাবি করলেও যাচাই-বাছাই করে তিন শতাধিক সংখ্যাতিরিক্ত পদের সুপারিশ করা হয়েছে।
এসএ/