ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে মালালা
প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
পাকিস্তানের নোবেল জয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই স্থান পেলেন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেখানে মালালার একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়। প্রদর্শনীর জন্য তার অপর একটি প্রতিকৃতি লন্ডনের ন্যাশনাল পোর্ট্রটে গ্যালারিতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার উন্মোচনকৃত ছবিটি প্রদর্শনীর জন্য ২০২০ সালে তার বির্মিংহামের বাড়িতে পাঠানো হবে। মালালার দুটি প্রতিকৃতিই এঁকেছেন ইরানি বংশোদ্ভূত শিল্পী শিরিন নেশাত।
মালালা বলেন, যুক্তরাজ্যের কয়েক প্রভাবশালী লেখক, শিল্পী আর নেতার সঙ্গে তার ছবি স্থান পাওয়ার ঘটনায় তিনি গর্ববোধ করছেন।
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানে তালেবানের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মামলা। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সেই থেকে যুক্তরাজ্যেই আছেন মালালা। লেখাপড়া করছেন সেখানে। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।
সূত্র : দ্য গার্ডিয়ান
এসএ/