ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ইমামের বক্তব্য ফের ভোটারবিহীন নির্বাচনের ইঙ্গিত: রিজভী

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ভোটের আগাম যে পরিসংখ্যান তুলে ধরেছেন তা ফের ভোটারবিহীন নির্বাচন করার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন কিভাবে হবে, কী মাস্টারপ্ল্যান করা আছে সেটি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের-ই জানার কথা। তাঁর বক্তব্য দেশে আবারো একটি ভোটারবিহীন নির্বাচন করার ইঙ্গিত।

নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে  জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেবেন, এমনটাই আশা করে জনগণ।

প্রসঙ্গত, ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার বিকালে এক বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ২০১৮ সালে এসে বিএনপির ভোট ৩০ শতাংশ আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ হয়েছে। দেশের এবং জনগণের উন্নয়ন করার কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে। এ বিষয়ে সমীক্ষা আছে বলেও দাবি করেন তিনি।

/ এআর /