নির্বাচন এলেই এদের তৎপরতা বেড়ে যায়: হানিফ
প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০১:১৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
ফাইল ছবি
নির্বাচন সামনে রেখে বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামালের নেতৃত্বাধীন ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র ঘোষণার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচন এলেই এদের গুরুত্ব ও তৎপরতা বেড়ে যায়। নির্বাচন বানচালে উঠেপড়ে লাগে এরা। এদের সঙ্গেই জোট জোট করতে চাইছে বিএনপি। নির্বাচন বানচালে কাদের সঙ্গে বিএনপির এই জোট-প্রশ্ন রাখেন হানিফ।
আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগের তৃতীয় দিনে আজ বুধবার রাজধানীর কমলাপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই প্রতীয়মান হবে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে কি থাকবে না।
তিনি বলেন, উন্নয়ন-সমৃদ্ধির ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জনগণের ভরসাস্থলে পরিণত হয়েছেন। শুধু দেশে নয়, সারা বিশ্বেই শেখ হাসিনা আজ আস্থার নেত্রীতে পরিণত হয়েছেন।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
/ এআর /