ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অমর একুশে গ্রন্থমেলার ১১তম দিনে স্টলে স্টলে ছিলো উপচে পড়া ভিড়

প্রকাশিত : ১১:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

দিন যতই এগুচ্ছে, জমছে অমর একুশে গ্রন্থমেলা। ১১তম দিনে স্টলে স্টলে ছিলো উপচে পড়া ভিড়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে তরুণ পাঠকদের। এদিকে, মেলায় প্রকাশিত কুরুচীপূর্ণ ভাষায় লেখা বেশকিছু বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকেই বাংলা একাডেমী ও সোহওয়ার্দী উদ্যানে ভিড় করেন বইপ্রেমীরা। সন্ধ্যার পর রীতিমতো মিলন মেলা। এদিন আগ্রহের সঙ্গে দীর্ঘ লাইনে দাড়িয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই কিনতে দেখা গেছে তরুণ দর্শনার্থী ও পাঠকদের। বড়রাও কিনেছেন মুক্তিযুদ্ধের বই। বিক্রেতারা বলছেন, ব্যাপক হারে কেনা বেচা হচ্ছে মুক্তিযুদ্ধের বই। তরুণদের এমন আগ্রহ দেখে উচ্ছসিত লেখকরাও। এদিকে বর্ণ প্রকাশনীর স্টল থেকে কুরুচিপূর্ণ ভাষায় লেখা রেডিও জকি কিবরিয়ার লেখা জীবনের গল্প নামক ২৫০টি বই জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।