ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও করে দেবো: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

নির্বাচন সামনে রেখে জোট-মহাজোটের যে রাজনীতি শুরু হয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে গণতান্ত্রিক চর্চায় বাধা দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে নির্বাচন সামনে রেখে ২০ দলীয় জোটের সমাবেশে মানুষ চাইলে তার ব্যবস্থা আওয়ামী লীগ করে দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সফরসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে গণমাধ্যমকে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন নিউইয়র্কে তখন আমাকে ফোন করে তাঁদের সমাবেশের অনুমতির বিষয়ে জিজ্ঞেস করা হলো। আমি বললাম অনুমতি দিয়ে দিন। আমি বলেছি, সোহরাওয়ার্দী উদ্যানে একটা জায়গা করে দিন, যে যত খুশি বক্তব্য দিক। আরও দু-একটি জায়গা পাওয়া যায় কিনা তাও দেখছি। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও আমরা করে দিতে পারি। তাদের এসব সমাবেশ নিয়ে আমার ভয়ের কিছু নেই।

২০ দলীয় জোট সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জোট হচ্ছে আমি খুব খুশি। তাদের জোট করার জন্য যদি সহযোগিতা করা লাগে তবে তা আমি করবো। কারণ, আমরা জানি বাংলাদেশে ভোট আছে দুপক্ষে। একটি হচ্ছে আওয়ামী লীগ ও আরেকটি হলো অ্যান্টি আওয়ামী লীগ। এখন অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলোকে তো একটি জায়গায় যেতে হবে। তাদের জন্য একটি জোট হচ্ছে এবং সেখানে বড় বড় মানুষও আছে। জোট হওয়া তো ভালো কথা। আমার কথা হচ্ছে শত ফুল ফুটতে দিন।

শেখ হাসিনা বলেন, ‘জোট গঠন নির্বাচনের জন্য ভালো। তবে শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে কিনা বা আসার সামর্থ্য তাদের আছে কিনা বা সেই সাহস তাদের আছে কিনা, সেটিও কিন্তু একটি প্রশ্ন।’

/ এআর /