‘এ ঘটনাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই’
প্রকাশিত : ০৮:১২ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
অভিনেত্রী তনুশ্রী দত্তের মন্তব্যে নিয়ে পুরো বলিউড জগতে চলছে তোলপাড়। দশ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ে অভিনেতা নানা পাটেকারের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তনুশ্রী। দীর্ঘ দিন পর এ ঘটনা ফাঁস করেন অভিনেত্রী। হলিউডে যখন হ্যাশট্যাগ দিয়ে ‘মি টু’ আন্দোলন ছড়িয়ে পড়ে, ঠিক তখন নীরব ছিল বি-টাউন। তনুশ্রীর অভিযোগের পর বলিউডেও এখন বইছে ‘মি টু’ ঝড়।
তনুশ্রীর অভিযোগ শুধু নানা পাটেকারের বিরুদ্ধেই নয়, তাঁর অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও। ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী বলেছেন, বিবেক তাঁকে একবার বলেছিলেন, ‘পোশাক খুলে’ নাচতে।
যৌন হেনস্তার বিরুদ্ধে বলিউডের অনেক তারকাই এখন সোচ্চার। তাঁরা বলছেন, নারী বা পুরুষ, সে যে-ই হোক; নিরাপদ কাজের পরিবেশ মানুষের মৌলিক অধিকার।
বলিউড তারকা স্বরা ভাস্কর, রিচা চাধা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর আহুজা, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভারসহ অনেকেই তনুশ্রীর পক্ষে মত দিয়েছেন। এবার এ দলে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী ফ্রিদা পিন্টো, যাকে শেষবার ‘লাভ সোনিয়া’ ছবিতে দেখা গেছে।
আজ বুধবার ইনস্টাগ্রামে ফ্রিদা পিন্টো একটি ছবি শেয়ার করেছেন। সেখানে লেখা : ‘আমি তনুশ্রী দত্তকে বিশ্বাস করি!’
তিনি লেখেন, ‘আমি তাঁকে (তনুশ্রী) ব্যক্তিগতভাবে চিনি না, যে ভয়ংকর দিনটিতে সে কটুকথা শুনেছিল, মানসিকভাবে ও যৌন হেনস্তার শিকার হয়েছিল, সেদিন উপস্থিত ছিলাম না... যাঁরা তনুশ্রীর সাহসী বক্তব্যের সমর্থন দিয়েছেন, আমি তাঁদের কণ্ঠে কণ্ঠ মেলাতে চাই। কারণ, এটা তোমার জন্য সহজ যাত্রা ছিল না, তনুশ্রী।’
৩৩ বছর বয়সী এ অভিনেত্রী আরো বলেন, ১০ বছর আগের ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। ফ্রিদার ভাষায়, ‘তাঁর (তনুশ্রী) গল্প দুধের কার্টন নয় যে কয়েকদিন পর মেয়াদ শেষ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে।’
তবে যৌন হেনস্তার অভিযোগ নাকচ করে দিয়ে নানা পাটেকার বলেছেন, তিনি তনুশ্রী দত্তকে ‘নিজের মেয়ের মতো’ দেখতেন। তনুশ্রীকে লিখিতভাবে ক্ষমা চাইতে নানার আইনজীবী আইনি নোটিশও পাঠিয়েছেন। তবে সে নোটিশ পাননি বলে জানিয়েছেন তনুশ্রী। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসি