ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাজ্য নির্বাচনে কংগ্রেসের সঙ্গে নেই মায়াবতী

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

প্রাদেশিক রাজ্য নির্বাচনে কংগ্রেসের সাথে জোটবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়েছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। আগামী বছরের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত তার দল কংগ্রেসের সাথে আর জোটবদ্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এই বছরের শেষ নাগাদ মধ্য প্রদেশ ও রাজস্থান রাজ্যের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেগুলোতে বিএসপি’কে পাশে পাচ্ছে না কংগ্রেস। গত মাসে অনুষ্ঠিত ছত্তিশগড়ের নির্বাচনেও কংগ্রেসের সাথে ছিলো না বিএসপি।

আজ বুধবার মায়াবতী বলেন, “কোন অবস্থাতেই মধ্য প্রদেশ এবং রাজস্থান নির্বাচনে আমরা কংগ্রেসের সাথে মিলে লড়ব না। আমরা নিজেরাই আলাদাভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব”।

মায়াবতীর এমন ঘোষণায় বেশ বিচলিত প্রতিক্রিয়া দেখিয়েছে কংগ্রেস। মধ্য প্রদেশের কংগ্রেস প্রধান কমল নাথ বলেন, “আমরা জানি না মায়াবতী এমনটা কেন করলেন। গত পরশুদিন পর্যন্ত আমরা তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম”।

কমল নাথ আরও বলেন, “বিজেপি’র বিরোধী দিকে যেসব ভোট আছে আমরা চাচ্ছিলাম না যে সেই ভোটগুলো বিভক্ত হয়ে যাক। তবে এখন যে পরিস্থিতি তাতে বিএসপি’র সাথে আর জোট যে হচ্ছে না তা নিশ্চিত”।

কংগ্রেসের সাথে জোটে না থাকার জন্য দলটির শীর্ষ পর্যায়ের দুই নেতাকে দোষারোপ করেন মায়াবতী। তিনি বলেন, “রাজ্য নির্বাচন এবং লোকসভা নির্বাচনের জন্য সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দুই জনই বিএসপি-কংগ্রেস জোট চান। আর আমি অনুভব করি যে, এই জোট নিয়ে তাদের উদ্দেশ্য সৎ। তবে কিছু নেতা এটিকে ক্ষতি করার চেষ্টা করছে”।

তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা দিগভিজয়া সিং মনে করেন, মায়াবতীর বিরুদ্ধে সিবিআই তদন্ত পরিচালনা করছে বলে, বিজেপি’র চাপে কংগ্রেসের সাথে জোটবদ্ধন হবে বিএসপি।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//