শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের পিরিয়ড ব্যবস্থাপনার ব্যবস্থা নেই বললেই চলে
প্রকাশিত : ১০:২০ এএম, ২৫ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:২০ এএম, ২৫ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার
রাজধানীসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের পিরিয়ড ব্যবস্থাপনার ব্যবস্থা নেই বললেই চলে। খুব কম সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেখানে মেয়েদের জন্য রয়েছে ন্যাপকিন ও আনুষঙ্গিক সুবিধা। রাজধানীর বাইরে এই সমস্যা আরো প্রকট। মেয়েদের টয়লেটের অবস্থাও নাজুক। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পিরিয়ডের সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় শিক্ষার্থীদের।
স্বাভাবিক সময়ে এমন নির্মল হাসি-আনন্দ, আর বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। কেউ খেলাধূলায় আবার কেউবা সময় কাটায় গল্প-আড্ডায়। বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে দিনের অধিকাংশ সময় শিক্ষার্থীদের কাটাতে হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে।
প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী থাকা জরুরি হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শৌচাগার ব্যবহার উপযোগী ও মেয়েদের পিরিয়ডের জন্য আনুষঙ্গিক সুবিধা থাকলেও তা সংখ্যায় নগণ্য।
রাজধানীর বাইরে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহার উপযোগী নয়। মেয়েদের পিরিয়ডের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এ’কারণে মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়তে হয় শিক্ষার্থীদের।
এ’সব সমস্যা নিয়ে দুঃশ্চিন্তার অন্ত নেই অভিভাবকদের।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য শৌচাগার ব্যবস্থা উন্নত করা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বলেও জানান তারা।
এ’ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।