ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

যশোরে উৎসব ঘিরে গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন ফুল চাষীদের

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

ফাগুন উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে ঘিরে গত  বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষীরা। নেই রাজনৈতিক অস্থিরতা, আবহাওয়াও অনুকূল। তাই মুখে হাসি ফুলচাষীদের। রঙ-বেরংয়ের ফুলের সমারহে গদখালি এলাকার অপরূপ সৌন্দর্য হাতছানি দিচ্ছে। চাষিরা প্রায় দেড়হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। গত কয়েকবছর ফুলবেচাকেনার সবচেয়ে জমজমাট সময়গুলো কেটেছে রাজনৈতিক অস্থিরতায়। ফলে লোকসান গুনতে হয়েছিল চাষীদের। এবার আবহাওয়া ও রাজনৈতিক পরিবেশ দু’টোই অনুকূল। স্বাভাবিক কারণেই এ মৌসুমে অধিক লাভের আশা চাষী ও ফুল ব্যবসায়ীদের। সামনের বসন্ত উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসেও এ অঞ্চলের ফুলচাষীরা আরও ১৫ থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। বিভিন্ন দিবস ছাড়াও সারাবছর দেশে যে ফুল বিক্রি হয় তার ৭০ শতাংশ সরবরাহ হয় গদখালি থেকে। কিন্তু যথাযথ সরকারি সহায়তার অভাবে প্রায়ই নানা সঙ্কটে পড়তে হয় এখানকার ফুলচাষীদের।