ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

কোটা বাতিল না হওয়ার আশঙ্কায় রিজভী

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৪ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

মন্ত্রিসভা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিকে কোটা বাতিলের সিদ্ধান্ত নিলেও শেষ পর‌্যন্ত তা বাতিল হচ্ছে না বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মেঘা দুর্নীতি আড়াল করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করছে বলে মন্তব্য বিএনপির এ নেতারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একদিকে সরকার কোটা বাতিলের বিষয়টি অনুমোদন দিয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে কোটা বাতিলের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিছু সময় পর আবার উপজাতিদের মাঠে নামানো হবে। এগুলো হচ্ছে সরকারের দ্বি-চারিতা। সরকারের এই দ্বি-চারিতায় শেষ পর‌্যন্ত কোটা বাতিল হচ্ছে না।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে রিজভী বলেন, সরকারের মেঘা দুর্নীতি আড়াল করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমের টুটি চেপে ধরা হবে। যে কারণে গণমাধ্যম সরকারের দুর্নীতি নিয়ে কিছুই বলতে পারবে না।

রিজভী বলেন, সরকারের দ্বি-চারিতার কারণেই এই সরকারের সঙ্গে কোনো আপোষ করবে না দেশের মানুষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

/ এআর /