ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

১৪ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগে ৪ পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার পদে ৩ জন

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট হতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (প্রকৌশল) অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (প্রকৌশল) ডিগ্রি থাকতে হবে।        

পদের নাম ও সংখ্যা

আইটি প্রকৌশলী পদে ১ জন

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে কম্পিউটার সায়েন্স-এ বিএসসি (প্রকৌশল) ডিগ্রি থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা

লিগ্যাল অফিসার পদে ১ জন

যোগ্যতা

আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইনজীবী হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা

অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে ৫ জন

যোগ্যতা

স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পাস হতে হবে। কম্পিউটার টাইপিং গতি ৪০ (বাংলা), ৬০ (ইংরেজি) প্রতি মিনিট, কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পরিচালক (ভাণ্ডার ও সরবরাহ) বরাবরে ডাকযোগে পাঠাতে হবে। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের সময়সীমা

আগামী ৩০ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র: প্রথম আলো, ৩ অক্টোবর ২০১৮, পৃ.১৪

একে//