চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে চালের দাম
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৫ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২৫ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার
বন্দরনগরী চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় বাড়ছে চালের দাম। সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এ’জন্য মিল মালিকদের কাছ থেকে সরকারের বেশি দামে চাল কেনা এবং ভারতীয় চাল আমদানির উপর নিষেধাজ্ঞাকেই কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে এক মাসের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মোটা চাল ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। জিরাশাইল ৪১ টাকা থেকে বেড়ে ৪৪ টাকা, নাজিরশাইল ৫০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৪ টাকায়।
চালের বাজার উর্ধ্বমুখী হওয়ার পেছনে বৃষ্টি, বন্যা, মিল মালিকদের দাম বাড়ানোসহ সরবরাহ কমে যাওয়াকে কারণ হিসেবে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে, মূল কারণ হিসেবে সরকারের বেশি দামে চাল কেনাকেই দায়ি করছেন ব্যবসায়ী নেতারা। দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানীর সুযোগ দেয়ার দাবি তাদের।
চালের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ক্রেতাদের।