সামনে কঠিন সময় আসছে: শামীম ওসমান
প্রকাশিত : ১১:৩২ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে জানান দিতে হবে আমরা দুর্বল না। এই জন্য আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। ঘরে ঘরে মিটিং করতে চাই। প্রত্যেকটি এলাকায় কাজ করতে চাই। আপনারা আমাকে এক এক এলাকায় নিয়ে যাবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে বিশাল সমাবেশ করার আমন্ত্রণ জানিয়ে নেতার্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগে আসতে চাইলে ১০ অক্টোবরের মধ্যে আসতে হবে। ১১ তারিখের পরে কাউকে নেয়া হবে না। সভায় এমপি শামীম ওসমানের হাতে ফুল দিয়ে বিএনপি থেকে পাঁচ জনপ্রতিনিধি আওয়ামী লীগে যোগদান করেছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দেবেন। আর এই কাজটি ২১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চাই। এরপর সংসদ বসবে। সেখানে থাকতে হবে। এরপর ২৭ অক্টোবর শনিবার বাংলাদেশকে জাগাতে চাই। এদিন সামসুজ্জোহা স্টেডিয়ামে বিকাল ৩টায় নারায়ণগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ করতে চাই।
টিআর/