বিএনপি নির্বাচনে আসলে আ.লীগের জোট: জি এম কাদের
প্রকাশিত : ১২:০৩ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে জোট ছাড়া নির্বাচনে কোনো দলই সুবিধা করতে পাববে না। আমার দৃঢ় বিশ্বাস, আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি আসলে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করব।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের আরও বলেন, জাতীয় পার্টি এখন নিয়ামক শক্তি। দেশের জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী খান এই সভায় সভাপতিত্ব করেন। সম্মেলন পরিচালন করেন পার্টির সদস্য সচিব মান্নান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পর্টির যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল রহমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ঢাকসুর সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা নির্মল চন্দ্র দাসসহ আরও অনেকেই।
এসএইচ/