ফোনের বিস্ফোরণ ঠেকাবেন যেভাবে
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
প্রযুক্তির যুগে সবাই স্মার্টফোন নির্ভর, এতে দ্বিমত নেই৷ তবে সম্প্রতি সামনে এসেছে Xiaomi Mi A1 বিষ্ফোরণের ঘটনা৷ আট মাস ব্যবহার পর চার্জ দেওয়ার সময় ফোনটি ফেটে যায়৷ বিস্ফোরণে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায় সেটটি৷ কিছুদিন আগে স্যামসাংয়ের বিরুদ্ধেও উঠেছিল এই একই ধরণের অভিযোগ৷ এমন পরিস্থিতিতে কীভাবে এড়াবেন এ ধরণের ঘটনা?
১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে ওভার-চার্জিংয়ের বিষয়টি৷ বেশিরভাগ ইউজারই রাতে ঘুমনোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ দিয়ে থাকেন৷ আর বেশি সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায়৷ তাই ফোন ফুল-চার্জ হয়ে গেলেই ফোনটিকে আন-প্লাগ করুন৷
২) ফোন চার্জ করার সময় কখনই সেটের উপর কোনও জিনিস রাখবেন না৷ এতে ওভার-হিটিংয়ের সমস্যা বেশি দেখা যায়৷ ফলে, খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে৷ এছাড়া ফোন চার্জিংয়ের সময় কখনই মুভি দেখবেন না অথবা গেম খেলবেন না৷ এতেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যেতে পারে৷
৩) ফোন চার্জের সময় ইয়ারফোন ব্যবহার বা ফোনে কথা বলার সময় চার্জ দেবেন না৷ দীর্ঘসময়ের জন্য ফোন চার্জ দেওয়ার সময় কোনও গরম জায়গা বা সরাসরি রোদের মধ্যে রেখে চার্জ দেবেন না৷ যেটি বাড়িয়ে দিতে পারে হিটিং ইস্যুকে৷ সব সময় সম্ভব না হলেও চার্জ দেওয়ার সময় ফোনটির কেসটিকে রিমুভ করে নিন৷
৪) স্মার্টফোন চার্জের সময় ব্যবহার করুন স্মার্টফোনটির নিজস্ব ব্রান্ডের চার্জার৷ ভুয়া বা অন্য ব্রান্ডের চার্জার ব্যবহার ফোনে বিস্ফোরণ ঘটানোর কারণ হতে পারে৷ চার্জারের মতই অনেক স্মার্টফোনের ব্যাটারিও বদলের প্রয়োজন পড়ে৷ সে ক্ষেত্রে নির্দিষ্ট স্মার্টফোন সংস্থাটিরই ব্যাটারি ব্যবহার করুন৷ অনেক সময়ই অন্য সংস্থার ব্যাটারি ব্যবহার হয়ে থাকে৷ যা দুর্ঘটনার সম্ভবনাকে বাড়িয়ে দিতে পারে৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//