ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’

ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৫১ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকায় একটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাচ্ছে র‌্যাব। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছেছেন। এখন তারা বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডর মুফতি মাহমুদ জানান, এরই মধ্যে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। বাড়িটির বাইরে থেকে পরিত্যক্ত একটি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া বাড়িটির তত্ত্বাবধায়কসহ দুজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মুফতি মাহমুদ।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর তিনটা থেকে জোরারগঞ্জ থানার চিনকি আস্তানার কাছাকাছি ‘চৌধুরী ম্যানসন’ নামে ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব-৭। রাতেই ওই বাড়িটি ঘিরে ফেলেন র‍্যাব সদস্যরা। তখন বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটনা হয়।

পূর্বের সংবাদ পড়ুন :

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, বোমা বিস্ফোরণ

 

একে/এসএ/