ফরিদপুরে যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত : ০২:০৮ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রতিপক্ষের হামলা ও গুলিতে নিহত হয়েছেন নাজিমুদ্দিন (২০) নামের এক যুকক। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও চারজন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নাজিমুদ্দিন একই গ্রামের সৈয়দ ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে। নিহতের পরিবারের অভিযোগ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুর রহমান বাশারের বাড়ির ছাদ থেকে চালানো গুলিতে নাজিমুদ্দিন নিহত হয়।
ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এক খতনা অনুষ্ঠানে লাউড স্পিকারে গান বাজানোর ঘটনায় শুক্রবার সকালে সৈয়দ ইমামুল নামে এক স্কুলছাত্রকে মারধর করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ আবদুর রহমান বাশারের লোকজন। এ ঘটনার জের ধরে স্থানীয় মেম্বার সাইদ শেখের নেতৃত্বে লোকজন বাশার চেয়ারম্যানের বাড়িতে হামলা চালাতে গেলে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে হামলাকারীদের ওপর গুলি চালানো হয়। এতে নাজিমুদ্দিন নিহত হন।
একে//