মাদকের ছড়াছড়ি গাজীপুরে [ভিডিও]
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
সাম্প্রতিক অভিযানে গা ঢাকা দিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। তবে অভিযান থেমে গেলে তাদের দৌরাত্ম্য বাড়বে বলে আশঙ্কা করছেন গাজীপুরবাসী। এদিকে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে প্রশাসন।
রাজধানীর কাছের জেলা হওয়ায় গাজীপুরের ৫টি মহাসড়ককে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। এ সব রুট দিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ নানা মাদকদ্রব্য সরবরাহ করছে তারা।
স্থানীয়রা জানান, টঙ্গীর এরশাদনগর, ব্যাংকের মাঠ, আমতলী, কেরাণীর টেক ও মাজার বস্তিসহ ১৭টি স্পটে অবাধে চলে মাদকের বেচাকেনা। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।
সম্প্রতি দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরেও মাদকবিরোধী অভিযান শুরু হওয়ায় গা-ঢাকা দিয়েছে সংশ্লিষ্টরা। অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এদিকে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছে পুলিশ। মাদকের অভিশাপ থেকে স্থায়ী মুক্তি চান গাজীপুরবাসী।
একে//