নির্বাচনকে ঘিরে সক্রিয় হচ্ছে জাল টাকা চক্রের সদস্যরা [ভিডিও]
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে বেড়েছে নগদ অর্থের লেনদেন। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, জাল টাকার ছড়াছড়ি বন্ধে আইনের খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা গেলে, জাল টাকার লেনদেন অনেকটাই বন্ধ হবে।
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকায় জালনোট তৈরির কারখানার সন্ধান পায় মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। এ সময় ৩১ লাখ টাকার জাল নোটসহ ৮ জনকে আটক করে পুলিশ। চক্রের মূল হোতা ইমন জানায়, নির্বাচনের সময় ওই জাল নোট ছড়ানোর পরিকল্পনা ছিল।
ডিবি পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানান, নির্বাচনের সময় প্রচুর টাকার লেনদেন হবে। ওই সুযোগে জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের।
আর জাল টাকার ছড়াছড়ি বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
আইনজীবীরা বলছেন, অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা গেলে, জাল নোটের ছড়াছড়ি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
এজন্য বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের আরও ভূমিকা রাখা প্রয়োজন বলেও মনে করেন এই আইনজীবী।
একে//