তুরাগে নৌকা ডুবিতে নিখোঁজ ১০
সাভার সংবাদদাতা
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪৮ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
(ফাইল ফটো)
সাভারের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীতে বালু ভর্তি একটি ট্রলারের ধাক্কায় প্রায় ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকায় আরোহীদের মধ্যে প্রায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সাভারের রুস্তমপুর এলাকায় তুরাগ নদী পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে । খবর পেয়ে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা আটটার দিকে মিরপুর বেড়িবাধ এলাকা থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে একটি সেলু চালিত নৌকা তুরাগ নদী পাড় হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি তুরাগ নদীর রুস্তমপুর পার এলাকার কাছে এসে পৌঁছালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রলার ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে প্রায় ১৯ থেকে ২০ জন যাত্রী নিয়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় প্রায় নয়জনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেছে। এ ঘটনায় এখনো আরও প্রায় ১০ জন নিঁখোজ রয়েছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবরি এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে আলো স্বল্পতা ও নদীর স্রোতের কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মোরশেদ মোল্লা জানান, স্থানীয় যুবক, ফায়ার সার্ভিস ও পুলিশসহ সবাই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকার মাঝি উত্তমসহ বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, স্বাজনদের তথ্যের মাধ্যমে নিখোঁজের তালিকা তৈরি করা হচ্ছে।
এসএইচ/