লেকের মধ্যে পাওয়া গেলো দেড় হাজার বছরের পুরোনো তরবারি
প্রকাশিত : ১০:৪৭ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
সুইডেনের ইয়াওনোসোপিং কাউন্টির একটি লেকের পানিতে পাওয়া গেছে দেড় হাজার বছরের পুরোনো তরবারি। ৩৩ ইঞ্চি লম্বা এই তরবারি ভাইকিং যুগেরও কয়েক বছর আগের বলে ধারণা করছেন গবেষকরা। আট বছর বয়সী শিশু সগা বনেচেক সেখানকার ভিজেস্তান লেকে সাঁতার কাটার সময় এ তরবারি পায়।
শিশুটি সুইডিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সে মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে সুইডেনে গিয়েছিল। তরবারিটি চলতি বছরের ১৫ জুলাই পাওয়া যায়। পরবর্তীতে এটি স্থানীয় জাদুঘরে জমা দেওয়া হয়।
জানা গেছে, ভিজেস্তান লেকটির পানি বেশ কমে গিয়েছিল। তাই সাঁতার কাটার সময় সগার পা লেকের তলদেশের মাটি ছুঁয়ে যায়। একপর্যায়ে তার পা ওই তরবারিতে লাগে। প্রথমে সে এটিকে লাঠি বা গাছের ডাল ভেবেছিল।
ঘটনার সময় সগার বাবা অ্যান্ডি বনেচেকও লেকের মধ্যে ছিলেন। তিনি প্রথমে এটিকে অব্যবহৃত লোহার পাত–জাতীয় কিছু ভেবেছিলেন।
অ্যান্ডি বনেচেক বলেন, তিনি এমনিতেই বিষয়টি নিয়ে তার এক বন্ধুর সঙ্গে আলোচনা করেন। সেই বন্ধু জিনিসটি দেখে এটিকে প্রাচীন কোনো জিনিসের খণ্ডিত অংশ বলে ধারণা দেন। পরে তারা বিষয়টি ইয়াওনোসোপিং কাউন্টি জাদুঘর কর্তৃপক্ষকে জানান। আর এতেই মেলে নতুন চমক।
জাদুঘর কর্তৃপক্ষ প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলছে, এ তরবারি যে–সে তরবারি নয়, এটি ভাইকিং যুগেরও কয়েক বছর আগের।
সূত্র : বিবিসি
এসএ/