রাশিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের
প্রকাশিত : ১১:১০ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩০ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ভের শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভের অঞ্চলের গর্ভনর ইগর রুদেনা এক বিবৃতিতে জানান, মহাসড়কে একটি মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ভেমিন লেভশাইন এএফপিকে জানান, মিনিবাসটি লেন থেকে দূরে সরে যাত্রীবাহী বড় বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়।
প্রসঙ্গত, গত এক বছরে রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ হাজার মানুষ নিহত হয়েছেন।
সূত্র : তাস।
/ এআর /